সুন্দরবনে ২৬টি প্রাণি অবমুক্ত করেছে র‍্যাব

|

সুন্দরবনে ৯ প্রজাতির ২৬টি বন্যপ্রাণি অবমুক্ত করেছে র‍্যাব ৬। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার দাকোপ উপজেলার করমজল নামক স্থানে এসব বন্যপ্রাণি অবমুক্ত করা হয়।

এর মধ্যে আছে একটি মেছোবাঘ, একটি সজারু, দুটি বানর, একটি গন্ধগোকুল, একটি অজগর। এছাড়াও রয়েছে একটি কিং কোবরা, একটি নাজানাজা, দুইটি ধূসর বক, ছয়টি ডাহুক, একটি পানকৌড়ি ও নয়টি সুন্ধি কচ্ছপ।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী জব্দ করে সুন্দরবনের এই করমজলে অবমুক্ত করা হয়। র‍্যাব কর্মকর্তারা জানান, সুন্দরবনের শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাব সবসময় প্রস্তুত। বন্যপ্রাণী উদ্ধার ও চোরাচালান রোধে আগামীতেও তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply