১৫ ফেব্রুয়ারি শুরু বইমেলা

|

বইমেলার সময়সূচি পরিবর্তন

বইমেলা। ফাইল ছবি

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া মেলায় স্টল বরাদ্দের তারিখ আগামী দুয়েক দিনের মধ্যে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বইমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হবে, সেটিই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর ভিন্ন দৃশ্য দেখা গেছে। এবার ধারণা করা হয়েছিল, ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু করা যাবে বইমেলা। কিন্তু বছরের শুরুতে দেশে করোনা শনাক্ত বেড়ে গেলে অমর একুশে বইমেলা ছাড়াই শুরু হয় আরেকটি ভাষার মাস।

জানা গেছে, একুশে বইমেলা শুরু করার জন্য প্রকাশকসহ মেলা সংশ্লিষ্ট সবাইকে করোনা প্রতিরোধী টিকা নিতে চিঠি দিয়েছে বাংলা একাডেমি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply