যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হান্নানকে প্রত্যাহার করে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসে সংযুক্ত করেছে নির্বাচন কমিশন। একইসাথে পীরগাছার উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীকে মিঠাপুকুর উপজেলা নির্বাচন অফিসার হিসেবে সংযুক্ত করে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহতাব উদ্দিন জানান, একজন মেম্বার প্রার্থীকে টাকার বিনিময়ে জিতিয়ে দেয়ার আশ্বাস দিয়ে চুক্তি করার ভিডিও ভাইরাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের নথি সংযুক্ত করে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সচিবালয়ে তাকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় ইসি সচিবালয় থেকে পত্র মারফত তাকে প্রত্যাহার এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি ইস্যু করা হয়। সে নির্দেশনা অনুযায়ী তাকে কুড়িগ্রাম নির্বাচন অফিসে সংযুক্ত করা হয়েছে। এবং মিঠাপুকুর ইউপি নির্বাচনের জন্য নতুন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা রুজ জোহরা যমুনা নিউজকে জানান, নতুন উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে শোয়েব সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে তার দফতরে যোগ দিয়েছেন, ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে তার কাছে নির্বাচনের সকল নথিপত্র বুঝিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: টাকার বিনিময়ে জিতিয়ে দেয়ার আশ্বাসকারী নির্বাচন কর্মকর্তার প্রত্যাহার চেয়ে চিঠি
তিনি আরও বলেন, একক কোনো সরকারি কর্মকর্তার অপকর্মের দায় সরকার বহন করবে না। সুষ্ঠু আইননানুগ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে এ ঘটনা কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।
/এসএইচ
Leave a reply