ভারতের উত্তরপ্রদেশের হাপুরে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)- এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলের এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দিল্লি সীমানার কাছাকাছি একটি টোল প্লাজায় আসাদউদ্দিন ওয়াইসির গাড়িকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়ির টায়ার ফেঁসে যায়। এরপর অন্য একটি গাড়িতে করে দিল্লি ফিরেন ওয়াইসি।
আরও পড়ুন: সাদা ঘোড়ায় চেপে নতুন বিতর্ক তৈরি করলেন কিম জং উন (ভিডিও)
এ বিষয়ে ওয়াইসি বলেন, গুলি চালানোর পরই অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে যায় হামলাকারী। ওয়াইসি টুইটারে লিখেছেন, মেরঠের কিথৌরে ভোটের প্রচারে অংশ নেয়ার পর দিল্লি ফিরছিলাম। ছজারসি টোল প্লাজার কাছে পৌঁছালে আমার গাড়ি লক্ষ্য করে দু’জন তিন চার রাউন্ড গুলি ছোড়ে। তাদের তিন-চার জনের দল ছিল।
এ ঘটনায় রাজনৈতিক কোনো চক্রান্ত থাকতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।
/এনএএস
Leave a reply