বরিসের ওপর চাপ বাড়তেই চার ব্রিটিশ কর্মকর্তার পদত্যাগ

|

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: সংগৃহীত।

ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন ব্রিটিশ সরকারের চার কর্মকর্তা। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পদত্যাগপত্র জমা দেন তারা।

মূলত প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর পদত্যাগের চাপ বৃদ্ধির কারণেই তাদের এই সিদ্ধান্ত। পদত্যাগপত্র জমা দেয়া কর্মকর্তারা হলেন চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড, যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়লে, মুনিরা মির্জা এবং ব্যক্তিগত সহযোগী মার্টিন রেইনল্ড।

গত কিছুদিন ধরেই করোনা শিষ্টাচার অমান্যের অভিযোগে বিদ্ধ বরিস জনসন। ছবি প্রকাশিত হয়েছিলো, লকডাউন চলাকালে বাড়িতেই মদের আড্ডা বসান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কংগ্রেসে বিরোধী দল প্রশ্ন তুললে অভিযোগ স্বীকার করে নেন জনসন। এরপরই ওঠে তার পদত্যাগের জোরালো দাবি।

আরও পড়ুন: তুষার ঝড়ের দাপটে যুক্তরাষ্ট্রে অচলাবস্থা

কোনঠাসা পরিস্থিতিতে নিজ দলের আইনপ্রণেতারা তাকে এড়িয়ে চলা শুরু করেন। মহামারি থেকে ব্রিটিশদের রক্ষায় ভ্যাকসিন গ্রহণের ওপর গুরুত্বারোপের পাশাপাশি কঠোর নীতিমালা আরোপ করেছে দেশটির সরকার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply