রকেট বানিয়ে তাক লাগিয়েছে ময়মনসিংহের একদল শিক্ষার্থী

|

রকেট তৈরির চেষ্টা করে আলোচনায় এসেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল শিক্ষার্থী। ধুমকেতু এক্স ০.১ নামে ৬ ফুট উচ্চতার একটি রকেটসহ ছবি ফেসবুকে দেয়ার পর সেটি ভাইরাল হয়। রকেটটি বাস্তবে কাজ করে কিনা সেটি এখনও পরীক্ষা করা হয়নি। তবে সফল হলে অধিকতর গবেষণা করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রোজেক্টের সাথে সংশ্লিষ্টরা। এজন্য প্রয়োজন সরকারি সহযোগিতা।

রকেট প্রজেক্টের এই কাজটি শিক্ষার্থীরা শুরু করেন ২০১৯ সালে। তিন বছর ধরে চলতে থাকা গবেষণা ও পরিশ্রমের পর ধুমকেতু এক্স ০.১ রকেটটি তৈরি করেন তারা। প্রজেক্টটি এখন চূড়ান্ত ধাপে রয়েছে। রকেটটি ২০ কিলোমিটার উপরে উঠবে, সাথে সাথে নেমেও আসবে। যদিও উড্ডয়নের বিষয়টি এখনও পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

আরও পড়ুন: ইউক্রেনে আগ্রাসন চালাতে নিজেদের ওপর হামলার মিথ্যা তথ্য ছড়াবে রাশিয়া: যুক্তরাষ্ট্র

৬ ফুট উচ্চতার এই রকেট নিয়ে কাজ করতে ডিজাইন করা হয়েছে একটি সফ্টওয়ার। প্রজেক্টটির দৃশ্যমান সফলতার মুখ দেখতে সরকারি সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি রকেটসহ ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসে প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী। ২০ জনের দলটির আশা সরকার তাদের প্রজেক্টের পাশে দাঁড়াবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply