সপ্তাহ জুড়েই মার্কিন ডলারের দর অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ৮৬ টাকা ০৫ পয়সা দরে। কিছুটা পরিবর্তন এসেছে ব্রিটিশ পাউন্ডের দামে। এনসিসি ব্যাংকের তথ্য বলছে, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সর্বোচ্চ ১১৯ টাকা ৫১ পয়সায় লেনদেন হয় মুদ্রাটি। সর্বনিম্ন ১১৮ টাকা ১৭ পয়সা দর ছিল রোববার (৩০ জানিুয়ারি)।
এদিকে, ১০০ টাকা ০৫ পয়সায় সর্ব্বোচ্চ বিনিময় হয়েছে ইউরোর দর। পাশাপাশি কিছুটা কমেছে অস্ট্রেলিয়ান ডলারের দাম। সর্বোচ্চ ৬১ টাকা ৬৪ পয়সায় বিক্রি হয় মঙ্গলবার। ২০ টাকা ৫৫ পয়সা থেকে ৬০ পয়সার মধ্যে হাতবদল হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত।
একই ধারা বজায় ছিল সিঙ্গাপুর ডলার এবং সৌদি রিয়ালের দরে। সিঙ্গাপুর ডলার বৃহস্পতিবার সর্ব্বোচ্চ ৬৫ টাকা ৯২ পয়সায় এবং সৌদি রিয়াল ২২ টাকা ৯৪ পয়সায় লেনদেন হয়। ওঠানামা ছিলো কানাডিয়ান ডলারের দামও। আর ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে ১ টাকা ১৫ পয়সা।
এসজেড/
Leave a reply