নাজমুল আহাসানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির শোক

|

নিহত বিচারপতি এফ আর এম নাজমুল আহসান।

বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

শুক্রবার (৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মারা যান বিচারপতি নাজমুল আহসান। চিকিৎসকরা জানান, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিএসএমএমইউতে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অন্যান্য জটিলতায়ও বেড়ে যায় তার।

শুক্রবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নাজমুল আহসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত ৮টায় বরিশাল মুসলিম কবরস্থানে দ্বিতীয় দফা জানাজা শেষে তার দাফনের কথা রয়েছে।

গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। তবে তার সাথে নিয়োগ পাওয়া অপর তিন বিচারপতি শপথ গ্রহণ করলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি নাজমুল আহসান। সুস্থ্য হয়েই শপথ নেয়ার কথা ছিল সদ্য প্রয়াত এই বিচারপতির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply