জবি শিক্ষার্থী আকবর হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

|

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকবর হোসাইন রাব্বি হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও সহপাঠীরা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় রাব্বির ছোট বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবণী খানম আঁখি ও তার সহপাঠীরা উপস্থিত ছিলেন।

ঘটনায় ৫ মাস পেরিয়ে গেলেও হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। মামলা তদন্তে থানা পুলিশের গাফিলতির অভিযোগে এনে অন্য কোনো তদন্ত সংস্থাকে দিয়ে মামলাটি তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।

গত বছরের ২৭ আগস্ট চট্টগ্রামের একটি ফ্লাইওভারের নিচ থেকে আকবর হোসাইন রাব্বিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান আকবর হোসাইন রাব্বি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply