ভারি বর্ষণে পরিত্যক্ত বরিশাল-সিলেট ম্যাচ

|

ছবি: সংগৃহীত

ভারি বর্ষণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিপিএলে ফরচুন বরিশাল বনাম সিলেট সানরাইজার্সের ম্যাচ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শুরু হবার কথা ছিল ম্যাচটি।

টুর্নামেন্টে ছয় ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে বরিশাল। ভালো ছন্দে থাকা সাকিব আল হাসানের দলের সামনে এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামার সুযোগ ছিল। অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে খারাপ পারফর্ম করা দল সিলেট সানরাইজার্স রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে দলটি। আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ভিন্ন আর কোনো সমীকরণ ছিল না তাদের সামনে।

আরও পড়ুন: কোপা দেলরে থেকে ছিটকে গেলো রিয়াল মাদ্রিদ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply