বিশ্বের দীর্ঘজীবী ব্যক্তি জাপানের ননাকা

|

গত ফেব্রুয়ারিতে স্পেনের অলিভিরা মারা যাওয়ার পর বিশ্বে এখন দীর্ঘজীবী ব্যক্তি হলেন জাপানের মাসাজো ননাকা। বর্তমানে তার বয়স ১১২ বছর। মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর পক্ষ থেকে এই স্বীকৃতি স্বরুপ তাকে সনদ প্রদান করা হয়।

এদিকে ননাকা ১৯০৫ সালের ২৫ জুলাই জন্ম গ্রহণ করেন। তিনি বর্তমানে তার পরিবারের সাথে বসবাস করছেন এবং একটি ১০৫ বছরের পুরনো হোটেল পরিচালনা করছেন। চলফেরার জন্য হুইল চেয়ারের প্রয়োজন হলেও তার স্বাস্থ্যের অবস্থা ভালো।

তার এই দীর্ঘজীবনের রহস্য হিসেবে জানিয়েছেন যে, তিনি মিস্টি পছন্দ করেন, গরম পানিতে গোসল করতেন। প্রতিদিন দিনের সংবাদপত্র নিয়মিত পড়েন।

ননাকার রয়েছে সাত ভাই ও তিন বোন। ১৯৩১ সালে বিয়ে করেন এবং পাঁচটি সন্তান রয়েছে। নাতি নাতনিসহ সবাই একসাথে থাকেন তারা।

এদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে জানা যায়, জ্যামাইকার ভায়োলেট ব্রাউনই এখন পর্যন্ত সবথেকে দীর্ঘ বয়সী ব্যক্তি ছিলেন, তার বয়স ছিলো ১১৭। তিনি ২০১৭ সালের জুলাইতে মারা যান।

অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে জাপানের নাগরিক গড় আয়ু বেশি। জাপান সরকার জানায়, বর্তমানে ১০০ বছরের ওপরে নাগরিক আছে ৬৮ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply