যুব বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ডেওয়াল্ড ব্রেভিস

|

ছবি: সংগৃহীত

যুব বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। চলতি আসরে ৫০৬ রান করে এই কীর্তি গড়েন তিনি।

এর আগে, ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০৫ রান করে রেকর্ড গড়েছিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। তার চেয়ে এক ম্যাচ কম খেলে রেকর্ডটি নিজের করে নিলেন ব্রেভিস। চলতি আসরে দু’টি সেঞ্চুরিসহ ৮৪ দশমিক ৩৩ গড়ে এই রান করেন তিনি।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন পাকিস্তানি পেসার হাসনাইন

যুবাদের এই বিশ্বকাপে এক আসরে ৫০০ রানের কীর্তি নেই আর কোনো ক্রিকেটারের। সাবেক প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাটিং স্টাইলের কারণে এমনিতেই নজর কেড়েছেন ব্রেভিস। রেকর্ড গড়ার সাথে ১৩৮ রানের ইনিংস খেলে বাংলাদেশকে পরাজয় উপহার দিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার।

আরও পড়ুন: করোনামুক্ত হয়ে মাঠে ফিরেই লজ্জার রেকর্ড গড়লেন আফ্রিদি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply