সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলী (৪৬) খুনের ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবিদুল ইসলামকে প্রধান আসামি করে যুবলীগ-ছাত্রলীগের ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিহত আকবর আলীর স্ত্রী হাসি খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগ্যান তালুকদার, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পথিকসহ চেয়ারম্যান নবিদুলের সহযোগী স্বাধীন, মফিজ মোল্লা, হেলাল ও লিটন রয়েছেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, যুবদল নেতা আকবর আলী খুনের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজারে যুবদল নেতা আকবর আলীকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত আকবর সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারটিয়া বাজারের মৃত মজিবুর রহমানের ছেলে ও ১০নং সয়দাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক ছিলেন।
জেডআই/
Leave a reply