কোহলির পর টেস্ট অধিনায়ক কে? যা বললেন গাঙ্গুলি

|

ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ হারের পরই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন ভিরাট কোহলি। এখনও ঘোষণা করা হয়নি পরবর্তী অধিনায়কের নাম। অনেকেই বলছেন রোহিতই এগিয়ে অধিনায়ক হওয়ার দৌঁড়ে। তবে গাঙ্গুলি স্পষ্ট করেননি সেটি।

এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, নেতৃত্বের দায়িত্ব পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। যে সেগুলো পূরণ করতে পারবে সেই অধিনায়ক হবে। আমার বিশ্বাস, নির্বাচকরা এরইমধ্যে কারো নাম নির্বাচন করেছে। ঠিক সময়েই নতুন অধিনায়কের নাম জানানো হবে।

ফর্মে নেই ভারতীয় দলের দুই টেস্ট স্পেশালিস্ট আজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের রঞ্জিতে খেলতে বলেছেন গাঙ্গুলি। তাবে গাঙ্গুলির ভাষ্য, আমি রঞ্জি ট্রফিতে খেলতে বলেছি কারণ, সেটা শ্রীলঙ্কা সিরিজের আগে শুরু হচ্ছে। তার পরে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন। রঞ্জির এলিট গ্রুপ শুরু হচ্ছে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে। শ্রীলঙ্কা সিরিজ মার্চে। তাদের বিষয়ে নির্বাচকরাই সিদ্ধান্ত নেবেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply