সঞ্জয়লীলা বানসালির নতুন ছবি গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি নিয়ে বহুদিনের অপেক্ষার অবসান হলো। বারবার তারিখ পেছানোর পর অবশেষে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সিনেমাটি৷ প্রকাশিত হলো বহুল প্রতিক্ষিত ছবিটির ট্রেলারও।
গাঙ্গুবাঈ ষাটের দশকে মুম্বাইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান মুখ। অনেকের কাছে মুম্বাই মাফিয়া কুইন নামে পরিচিত ছিলেন তিনি। সেই গাঙ্গুবাইয়ের জীবনকাহিনি নিয়ে লেখক হাসান জাইদির উপন্যাস মাফিয়া কুইনস অফ মুম্বাই অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। আর সেই চরিত্রটিই পর্দায় ফুটিয়ে তুলবেন আলিয়া ভাট ৷
দীপিকা-রণবীর জুটির সঙ্গে পরপর বেশ কয়েকটি কাজ করার পর এবার আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সঞ্জয় ৷ তাই নতুন জুটির প্রথম কাজের কিছু ঝলক সামনে আসার অপেক্ষা করছিলেন সকলেই৷ আলিয়ার পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগানও ৷ তিনিও বেশ কয়েক বছর পর আবার এই বর্ষীয়াণ পরিচালকের সঙ্গে কাজ করবেন। তাই সিনেমায় অজয়ের চরিত্রের দিকেও নজর থাকবে সবার ৷
ট্রেলারেই বোঝা যায়, কতখানি ওজস্বী হতে চলেছে গাঙ্গুবাঈয়ের চরিত্রটি ৷ রাজিয়া বাঈয়ের সঙ্গে গাঙ্গুবাঈয়ের ক্ষমতার দ্বন্দ্ব এবং ধীরে ধীরে তার ক্ষমতার কেন্দ্রে উঠে আসারই ঝলক রয়েছে ট্রেলারটিতে ৷ অন্যদিকে লালার চরিত্রে চেনা ঢঙে দেখা গেছে অজয়কেও ৷
অনেকে মনে করছেন, পদ্মাবতের পর বানসালির আরেক মাস্টারপিস গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। আর এটি হতে যাচ্ছে আলিয়া ভাটের এ পর্যন্ত ফিল্মি ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। সব মিলিয়ে ট্রেলারেই যথেষ্ট আগ্রহের উদ্রেক করছে সঞ্জয়ের এই পিরিয়ড ফিল্ম ৷ সেই সময়কার মুম্বাইয়ের ছবিটিকে যে যথেষ্ট যত্ন নিয়ে ফুটিয়ে তুলেছেন পরিচালক এ নিয়ে কোনো সন্দেহ নেই ৷ ২৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে ৷
/এডব্লিউ
Leave a reply