প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইউরোপে যাবে কন্টেইনারবাহী জাহাজ। আগামী ৭ ফেব্রুয়ারী ৯৮৩ একক কন্টেইনার তৈরি পোশাক নিয়ে ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছাড়বে এমভি সোঙ্গা-চিতা নামের একটি জাহাজ। এই রুটটি চালু হলে পণ্য পরিবহণে সময় এবং খরচ দু’টোই বাঁচবে বলছেন ব্যবসায়ীরা। আর সরাসরি ইউরোপ-আমেরিকা রুটের জাহাজ চলাচলকে উৎসাহ দিতে আলাদা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
পরীক্ষামূলক ভাবে ১ হাজার ২শ টিউস খালি কন্টেনার নিয়ে ক্যাপ ফ্লোরেস নামের জাহাজটি, সুয়েজ খাল হয়ে ইতালির সিভিটাভিসিয়া বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে মাত্র ১৬ দিনে। এতোদিন কলম্বো, পোর্ট ক্যালাং, সিঙ্গাপুরসহ বিভিন্ন ট্রানজিট বন্দর হয়ে, বাংলাদেশি পণ্য ইউরোপ আমেরিকার এসব দেশে পৌঁছাতে সময় লাগতো অন্তত দেড় মাস। মূলত এমন প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই সরাসরি ইউরোপে রুটে জাহাজ চলাচলের চেষ্টা চালিয়ে আসছিল বন্দর কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চালাচলের পর অবশেষে আগামী ৭ জানুয়ারি ৯৮৩ টিউস কন্টেইনার এবং ৫১০ বক্স পণ্য নিয়ে ইতালির রাভেনা বন্দরে ছেড়ে যাবে সোঙ্গা চিতা নামে একটি জাহাজ।
আপাতত মাসে দুইটি জাহাজ ২ বার করে পণ্য আনা নেয়া করবে এই রুটে। এতে জাহাজ ভাড়া কমবে অন্তত ৪০ শাতংশ। এই রুটটি তৈরি পোশাক খাতের জন্য সবচেয়ের সম্ভাবনাময়। কারণ, এ খাতের ৬০ শতাংশ বাজার ইউরোপ এবং আমেরিকায়। অল্প সময়ে এবং কম খচরে পণ্য পৌঁছানো গেলে এই খাত প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে যাবে বলছেন সিংশ্লিষ্টরা।
ইতালি ছাড়াও, জার্মানির হার্মবুর্গ বন্দরেও সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। ১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন সূচনার পর ইউরোপ থেকে কন্টেইনার জাহাজ চলাচলের এইটিই হবে প্রথম ঘটনা।
/এনএএস
Leave a reply