ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বলিভিয়া, অরেঞ্জ অ্যালার্ট জারি

|

ছবি: সংগৃহীত।

তীব্র বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত লাতিন দেশ বলিভিয়া। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত রাজধানী লা-পাজ, আন্দিয়ানসহ বেশ কয়েকটি এলাকা।

পানিতে তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়িসহ এলাকার বেশিরভাগ স্থাপনা। ভূমিধসে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি।চলমান এ দুর্যোগে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত অন্তত ৬২ হাজার পরিবার। প্রাণহানি এড়াতে সরিয়ে নেয়া হয়েছে বহু বাসিন্দাদের। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা আবহাওয়াবিদদের। মধ্য মাত্রার ভূমিধসের সতর্কতায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে প্রশাসন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply