পাহাড়ের সমস্যা সমাধানে কাজ করছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

|

পাহাড়ের সমস্যা সমাধানে সেনাবাহিনী কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শান্তিচুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যও।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানী স্কুলে সরস্বতী পূজার মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা জানান মন্ত্রী। আসাদুজ্জামান খান বলেন, পাহাড় ঘিরে এখনও অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। এসময় র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, কিছু ভুল তথ্যের জন্যেই এমনটা হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা, কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই তাদের সামনে আনা হবে বলেও জানান মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সবাইকে পূজোর শুভেচ্ছা জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ শিক্ষা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সামনে আরেও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও জানান ভারতের হাইকমিশনার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply