প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠিত হয়েছে।
সার্চ কমিটির সদস্য করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, রাষ্ট্রপতি মনোনীত সাবেক ইসি মুহাম্মদ ছহুল হোসাইন ও আনোয়ারা সৈয়দ হককে। আছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন ও সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী।
এর আগে, ৩০ জানুয়ারি জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এ রাষ্ট্রপতির সম্মতির পর এর গেজেট প্রকাশ করা হয়। আইন অনুযায়ী, আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠিত হবে। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই ৫ জনকে নিয়ে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন।
/এডব্লিউ
Leave a reply