মাঝপথেই বিপিএল ছেড়ে যাচ্ছেন আন্দ্রে রাসেল!

|

ছবি: সংগৃহীত

ফিটনেস নিয়ে কাজ করতে মাঝপথেই বিপিএল ছেড়ে যাচ্ছেন মিনিস্টার গ্রুপ ঢাকার তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

প্লে অফে জায়গা পেতে এখনও দলগুলোর অনেক কঠিন ম্যাচ বাকি। কিন্তু তার আগেই দলের নিয়মিত সদস্য আন্দ্রে রাসেলকে হারাচ্ছে ঢাকা। ঢাকা থেকে ডালাসে গিয়ে ফিটনেস নিয়ে কাজ করবেন এই ক্যারিবিয়ান তারকা। মিরপুরে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বৃষ্টিতে ভেস্তে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচটি হবার কথা ছিল রাসেলের এবারের বিপিএলের শেষ ম্যাচ। আজই ঢাকা ছেড়ে যাওয়ার কথা রাসেলের।

আরও পড়ুন: মিরপুরের মাঠে প্রকাশ্যে ধূমপান শেহজাদের, ব্যবস্থা নিলো বিসিবি

এবারের বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন রাসেল। চার ইনিংসে ব্যাট করে ৬১ রান করেছেন এই হার্ড হিটিং ব্যাটার। ব্যাট হাতে স্বভাবসুলভ ঝড় তুলতে না পারলেও ৮ উইকেট নিয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন ‘ড্রে-রাস’।

আরও পড়ুন: ভালো কোচের অভাবে ভুগছে ক্রিকেট বিশ্ব


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply