চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে নিধন হচ্ছে পোনা মাছ। চাঁদপুরের হাটগুলোতে এসব মাছের পোনা বিক্রি হচ্ছে মাত্র দেড়শ থেকে ২শ টাকায়। মাছ ধরতে দেদারসে ব্যবহার হচ্ছে অবৈধ কারেন্ট জাল, কোনা, চরঘেরা, বিহুন্দিসহ নানা ধরনের জাল। যদিও পোনা রক্ষায় চাঁদপুর মেঘনায় বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে দাবি করছে মৎস্য বিভাগ।
চাঁদপুরের মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রায় ৫০ হাজার মানুষ। একটু বেশি লাভের আশায় তাদের দিয়ে অবৈধ জাল নদীতে ফেলছে অসাধু ব্যবসায়ীরা। এতে শুধু জাটকাই নয়, ধ্বংস হচ্ছে বেলে মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির রেনু পোনা। এসব রেনুপোনা হাঁকেডাকে বিক্রি করা হচ্ছে জেলার বাজার, পাড়া-মহল্লায়।
যদিও চাঁদপুরের মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান জানালেন অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ অভিযান চালনা করা হচ্ছে। জেলায় গত এক মাসে অবাধে পোনা মাছ নিধন বন্ধে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং মৎস্যবিভাগের উদ্যোগে অর্ধ শতাধিক অভিযান চালানো হয়েছে।
/এডব্লিউ
Leave a reply