আজ ৫ ফেব্রুয়ারি; ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের জন্মদিন। দু’জনই ছোটবেলার জীবনযুদ্ধ পাড়ি দিয়ে হয়েছেন আজকের ফুটবল ব্র্যান্ড। এই দুই ফুটবল জাদুকরকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
একইদিনে ফুটবল বিশ্ব পেয়েছে বর্তমান বিশ্বের বড় দুই ব্র্যান্ড। ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার, এই দুই ফুটবল জাদুকরের জন্মদিন আজ। এ বছর রোনালদো পা রাখলেন ৩৮’এ। আর নেইমার পড়েছেন ৩১’এ।
পুরো নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ডস সান্টোস আভেইরো। ১৯৮৫ সালে পর্তুগালের ছোট্ট শহর ফাঞ্চালে তার জন্ম। বাবা ডিনিস আভেইরো ৪০তম মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নাম অনুসারে রেখেছিলেন সন্তানের নাম। দরিদ্র পরিবারের রোনালদোকে আজকের সিআরসেভেন হতে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। জীবন সংগ্রামে ঝাড়ু দেয়া থেকে শুরু করে আরও নানা কাজ গ্রহণ করতে হয়েছিল রোনালদোকে। কিন্তু ফুটবলের নেশা চিরকালই বইতো তার রক্তে। মাত্র ৩ বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু করেন রোনালদো। আট বছর বয়সে এসে পর্তুগালের পেশাদার ফুটবল ক্লাব আন্দোরিনহাতে সুযোগ পান তিনি। ছোটবেলায় গোল দিতে না পারলে রোনালদো রান্নায় ভেঙে পড়তেন। এইজন্য তাকে তার মা মারিয়া আভেইরো ‘ক্রাই বেবি’ বলে ডাকতেন।
মাত্র ১৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন এই কিংবদন্তি ফুটবলার। সেরে উঠতে ও ফুটবলের সাথে থাকতে কঠিন অস্ত্রোপচার করাতে হয় রোনালদোকে। সেই রোনালদো আজ ফুটবল বিশ্বে রাজ করছেন। ইংলিশ ক্লাব ম্যানইউ, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব য়্যুভেন্টাসের হয়ে মাঠ মাতিয়ে এসেছেন সিআরসেভেন। এখন আবার ফিরেছেন ওল্ডট্রাফোর্ডে। রেড ডেভিলদের হয়ে এরইমধ্যে করেছেন ৮ গোল।
অন্যদিকে ব্রাজিলের সব কিংবদন্তি ফুটবলারের সংমিশ্রণ বলা হয় নেইমার দ্য সিল্ভা সান্তোস জুনিয়রকে। ১৯৯২ সালে জন্ম নেয়া নেইমার একজন অসাধারণ ফুটবলার, এমন মন্তব্য করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। সেই সাথে আরেক তারকা ফুটবলার রোনালদিনহো নেইমারকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে, নেইমার বিশ্বসেরা ফুটবলার হবেন। মেসি-রোনালদোর পরই এখন উচ্চারিত হয় তার নাম। বর্তমানে ক্লাব ফুটবলের সব থেকে দামী খেলোয়াড়ের তকমা নেইমারের। বার্সেলোনা মাতিয়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার মূল্যে ২০১৭ সালে পাড়ি দিয়েছিলেন ফরাসি ক্লাব পিএসজিতে। এরইমধ্যে পিএসজির সেরা খেলোয়াড় হয়ে পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসা। ক্যারিয়ারে ইনজুরি বাধা হতে চাইলেও নেইমার কোনো কিছু পাত্তা না দিয়ে ধরে রাখছেন নিজের ব্র্যান্ড ভ্যালু।
আজ এই দুই তারকা ফুটবলারের জন্মদিনে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা।
Leave a reply