অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ইউক্রেন দল আসতেই ঘুমিয়ে পড়লেন পুতিন!

|

ছবি: সংগৃহীত।

বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেলো শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে একে একে অলিম্পিকে অংশগ্রহণকারী সব দলই উপস্থিত হয়েছিল। তবে ইউক্রেনের দল উপস্থিত হওয়ার সাথে সাথেই চোখ বন্ধ অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর নিউ ইয়র্ক পোস্ট।

এনিয়ে বেশ কয়েকটি ছবি সামনে এসেছে, একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, ইউক্রেনের জাতীয় দল স্টেজে এসে দাঁড়াতেই যেন ঘুমে তলিয়ে যান পুতিন। স্টেডিয়ামের অতিথিদের চেয়ারে বসেই ঝিমানো অবস্থায় দেখা যায় তাকে।

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন মাহাথির মোহাম্মদ

অন্যদিকে, এর কিছুক্ষণ পর রাশিয়ার দল আসতেই যেন ঘুম উড়ে যায় তার। হাত দিয়ে নিজের দেশের দলকে অভিনন্দনও জানান পুতিন। এরপরই গোটা বিষয়টি ধরা পড়ে ক্যামেরায়, ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে এরই মধ্যে হ্যাশট্যাগ ‘ভুয়া ঘুম’ ট্যাগ দিয়ে ব্যবহারকারীরা শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

উল্লেখ্য, ইউক্রেন ইস্যু নিয়ে বর্তমানে উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। এনিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের টানাপােড়েন পৌঁছেছে চরমে। ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েন করেছে রাশিয়া, এমনটিই অভিযোগ। তবে তা অস্বীকার করেছে পুতিন প্রশাসন। সর্বশেষ গত শুক্রবার এই ইস্যু নিয়েই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসেন পুতিন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply