কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে মাঘের সামান্য বৃষ্টিতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে জনজীবনে। বিশেষ করে কক্সবাজার শহর জুড়ে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ফলে প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে জমা কাদা-পানিতে সকল শ্রেণির মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে পথচারী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সকলে।
শুক্রবার (৪ জানুয়ারি) ভোর থেকে বিকাল পর্যন্ত টানা হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে লবণ মাঠ ও শুটকি উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। মাঠে উৎপাদিত লবণের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এসজেড/
Leave a reply