‘গ্যাঞ্জামমুক্ত এফডিসি চাই’ প্ল্যাকার্ড হাতে নিপুন সমর্থকরা

|

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুনের অভিযোগ আমলে নিয়েছে আপিল বোর্ড। এ নিয়ে শনিবার (৫ ফেব্রুয়ারি) নিপুন আক্তার ও জায়েদ খান উভয় পক্ষের সাথে বিশেষ সভার আয়োজন করা হয়েছে। সেখানে জায়েদ খানকে স্বপদ থেকে বাতিল ঘোষণা করা হবে কিনা এবং নিপুন সেই পদ পাবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। বৈঠক শুরুর কিছু আগেই নিপুনের বেশ কয়েকজন সমর্থক ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ষড়যন্ত্রকারীদের বিচার চাই’সহ বিভিন্ন শ্লোগান দেয়। এছাড়া শরীরে ‘নিরপেক্ষ বিচার চাই’ লিখে এবং ‘গ্যাঞ্জামমুক্ত এফডিসি চাই’ প্ল্যাকার্ড নিয়েও এফডিসি প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা।

এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। তবে নিপুন সেখানে উপস্থিত হলেও অনুপস্থিত জায়েদ খান। সভা শেষে ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

এর আগে, শুক্রবার জায়েদ খান জানান, অবৈধ এই কমিটির ডাকা কোনো মিটিংয়ে তিনি অংশগ্রহণ করবেন না। কারণ, নির্বাচনী তফসিলে ২৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে আপিল নিষ্পত্তি করে ৩০ জানুয়ারি চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা উল্লেখ আছে। সে হিসেবে আপিল নিষ্পত্তি হওয়ার পর আপিল বোর্ডের কোনো এখতিয়ার নেই মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান আর মোহাম্মদ হোসেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছেন।

আরও পড়ুন: এখনও খবরের শিরোনাম শিল্পী সমিতির নির্বাচন

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফল প্রকাশিত হয় ২৯ জানুয়ারি ভোরে। সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান এবং পরাজিত হন নিপুণ। সাধারণ সম্পাদকের বাতিল ভোট যাচাই এবং পুনর্গণনার জন্য আপিল করেন নিপুণ। যাচাই ও পুনর্গণনায় বহাল থাকে আগের ফলাফল এবং সেটা মেনেও নেন নিপুণ। তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ১টার মধ্যে আপিল কারার সময় ছিল।

জায়েদ খানের দাবি, নিপুণ বাতিল ভোট যাচাই ও পুনর্গণনার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করেছিলেন, কিন্তু তার এবং চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিল তিনি সময়ের মধ্যে করেননি। জানা যায়, ২৯ জানুয়ারি রাতে শিল্পী সমিতির অফিস সহকারী জামানের কাছে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে জয়ী প্রার্থী সাইমন সাদিক একটি খাম দিয়ে যান। সেই খামে জায়েদ ও চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন ছিল। সময় পার হয়ে গেলেও আপিল বোর্ড আবেদনটি আমলে নেয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply