যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ

|

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর এ লাঠিচার্জের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের যুবদল নেতা আকবর আলী হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুবদল। সভায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের একটি টিম সেখানে যায় এবং সমাবেশে অংশ নেয়া কর্মীদের উপর অতর্কিত লাঠিচার্জ শুরু করে। এ সময় নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করে।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেছেন, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের সভায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে এবং অন্তত ২৫ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় তিনি দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অবশ্য পুলিশ বলছে, করোনার বিধিনিষেধ না মেনে সভা করায় তাদের হটিয়ে দেয়া হয়েছে। কোনো প্রকার লাঠিচার্জ করা হয়নি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply