সস্ত্রীক করোনায় আক্রান্ত এরদোগান

|

সস্ত্রীক প্রেসিডেন্ট এরদোগান

করোনায় আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে সংকৃমিত হয়েছেন, শনিবার তার করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে বলেও জানান তিনি। খবর ডেইলি সাবাহ’র।

শনিবার (৫ ফ্রেউয়ারি) এক টুইট বার্তায় এরদোগান বলেন, আমি ও আমার স্ত্রীর করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে। বেশ কিছু মৃদু উপসর্গে ভুগছি। জানতে পেরেছি যে আমরা ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছি।

এক প্রতিবেদনে ডেইলি সাবাহ জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান এবং ফার্স্ট লেডি এমিনি এরদোগান করোনা পজেটিভ হয়েছেন। তাদের শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে।

জানা গেছে, শনিবার তুরস্কের জোঙ্গুলদাকে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল এরদোগানের। পরবর্তীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ওই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এরদোগান বলেন, গলার স্বরের সমস্যা এবং ঠাণ্ডার কারণে তিনি ওই অনুষ্ঠানে সরাসরি অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। এর কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির করোনায় আক্রান্তের ঘোষণা আসে।

এর আগে, গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) কিয়েভে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন এরদোয়ান। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply