সুবর্ণচরে আগুনে পুড়ে ছাই ২০ টি দোকান, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরের থানাহাট বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০ টি দোকান। এতে প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের থানাহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম সোহেল জানান, সন্ধ্যা ৭টার দিকে বাজারের নাছির ট্রেডাস নামে একটি তেল, গ্যাস, ওষধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে গেছে থানাহাট বাজারের ২০ টি ছোট-বড় দোকান। এতে আনুমানিক প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সুবর্ণচর ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply