কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

|

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে ১ লাখ ইয়াবা ও বিদেশি বিয়ার উদ্ধার করেছে র‍্যাব। এ সময় ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান।

আটককৃতরা হলেন, মহেশখালী উপজেলার মোহাম্মদ হাসান (৪৫) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মবিনের ছেলে মো. হাসান (৪৫)।

তানভীর হাসান জানান, শনিবার দুপুরে শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ইয়াবার বড় চালানটি উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। ইয়াবার এ চালানটি মিয়ানমার থেকে এনে সাগরে মাছ ধরার ট্রলারে হাত বদল হয়।

তিনি আরও জানান, গত ১০ দিন আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে দেশে ঢুকতে পারে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গত শুক্রবার রাতে একটি মাছ ধরার ট্রলারে চালানটি মিয়ানমার থেকে আসার খবর পেয়ে র‌্যাব সাগরে অভিযান পরিচালনা করে। প্রায় ১৫ ঘণ্টা সাগরে নিরবচ্ছিন্ন অভিযান শেষে ইয়াবা পাচারকারী ট্রলারটি ধরতে সক্ষম হয়। ট্রলারটি তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা ও ৮ টি বিদেশি বিয়ার পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply