পাকিস্তানের বালুচিস্তানে সামরিক ঘাটিতে হামলার ঘটনায় পাল্টা অভিযানে ২০ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আলজাজিরার খবর।
শনিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া উইং।
বিবৃতি থেকে জানা যায়, গত বুধবার (২ ফেব্রুয়ারি) সেনাঘাটিতে হামলার পরেই রাতে পাল্টা অভিযান চালায় সেনারা। শনিবার ইতি টানে বিচ্ছিন্নতাবিরোধী সে অভিযানের। এদিনই পাল্টা বিবৃতি দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি। এতে ১৬ সদস্য নিহতের দাবি করে তারা।
স্বাধীন রাষ্ট্রের দাবিতে গত কয়েক দশক ধরছে লড়ছে বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা। তাদের অভিযোগ, সেখানকার প্রাকৃতিক গ্যাস এবং খনিজ সম্পদ অবৈধভাবে ভোগদখল করছে কেন্দ্রীয় সরকার।
Leave a reply