কাউকে দোষারোপ করে নয়, জলাবদ্ধতা নিরসনে যার যা দায়িত্ব তাই পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় ঢাকা-চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বেদখল খালগুলো উদ্ধারে জোর দিয়েছেন তিনি। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেয়া পদক্ষেপের পর্যালোচনা সভায় একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে খালগুলো উদ্ধার করা গেলে জলাবদ্ধতা দূর করা সম্ভব। এসময় রাজউকের সমালোচনা করে বলেন, খাল দখল করে বিল্ডিং করা হচ্ছে। অথচ দায়িত্বপ্রাপ্ত সংস্থার নজরদারি নেই। খালগুলো পুনরুদ্ধার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে চট্টগ্রামের মেয়র রেজাউল করিম বলেন, প্রকল্পের কাজ করতে গিয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবারও যদি মাটি সরিয়ে দেয়া না হয়, তবে গতবারের চেয়েও ভয়াবহ হবে চট্টগ্রামের পরিস্থিতি। এসময় বন্দরনগরীর ২১টি খাল নিয়ে পরিকল্পনার কথাও জানান তিনি।
এসজেড/
Leave a reply