বুন্দেসলিগায় ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দারুণ থ্রিলারের পর আরবি লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে জার্মান লিগের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের দুইবারের লিড নষ্ট হয়ে গেলেও শেষে আত্মঘাতী গোলে জেতে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন দু’বার লিড নিয়েও পার পায়নি। দু’বারই ম্যাচে ফেরে লাইপজিগ। ম্যাচের ১২ মিনিটে টমাস মুলার লিড এনে দেন বায়ার্নকে। ২৭ মিনিটে আন্দ্রে সিলভা সমতায় ফেরান লাইপজিগকে। ৪৪ মিনিটে লেভানদোভস্কি আবারও এগিয়ে নেন বায়ার্নকে। চলতি আসরে এটি ছিল লেভার ২৪তম গোল। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বায়ার্ন।
৫৩ মিনিটে ফরাসি মিডফিল্ডার ক্রিস্টোফার এনকোকু সমতা আনেন ম্যাচে। কিন্তু দারুণ খেলেও হার এড়াতে পারেনি লাইপজিগ। গভারদিওলের আত্মঘাতী গোলে পূর্ণ ৩ পয়েন্ট পায় বায়ার্ন। ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন। আর ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে লাইপজিগ।
আরও পড়ুন: ২ মাসে হৃদরোগে আক্রান্ত ৬ ফুটবলার, মাঠে কেন বাড়ছে মৃত্যু?
Leave a reply