ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৬ পয়েন্টের বেশি

|

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসইতে প্রধান সূচক প্রায় ৬ পয়েন্টের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৩ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস শূন্য দশমিক দুই পাঁচ বেড়ে ১ হাজার ৫শ ৪ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসই থার্টি সূচক সামান্য কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫শ ৯২ পয়েন্ট।

ডিএসইতে হাতবদল হয়েছে ১ হাজার ২শ ৬১ কোটি টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩শ ৫২ কোটি টাকার শেয়ার। ডিএসইতে দাম বেড়েছে ১৬৬টি প্রতিষ্ঠানের, কমেছে ১৭২টির। আর অপরিবর্তিত ছিল ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো। প্রতিষ্ঠানটির মোট ৮৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে ছিল যথাক্রমে বিবিএস ক্যাবলস এবং ইউনিয়ন ব্যাংক।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে ২২৩ পয়েন্ট। পাশাপাশি বেড়েছে অন্য দুটি সূচকও। সিএসইতে আজ হাতবদল হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।

সিএসইতে লেনদেন হওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৩৫টির। আর অপরিবর্তিত ছিল ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply