সন্ধ্যা সাতটার মধ্যে সম্পন্ন হবে লতা মঙ্গেশকরের শেষকৃত্য

|

সংগৃহীত ছবি

লতা মঙ্গেশকরের শেষকৃত্য বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার মধ্যে সম্পন্ন হবে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ’র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোয়া ছয়টা নাগাদ শেষকৃত্যের অনুষ্ঠানে পৌঁছাবেন বলে জানিয়েছেন বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল ​​করপোরেশনে কমিশনার ইকবাল সিংহ চাহাল।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৯২ বছর বয়সী এই শিল্পী। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ভারত।

কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাকে মুম্বাইয়ের এই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি লতার কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়ে যেতে পারলেন না তিনি।

এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের বিখ্যাত মানুষ, বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাজনীতিবিদ গভীর শোক জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply