দাদাভাই মন বানাতে পারো কি? ঢাকাই ছবিতে লতার একমাত্র গান (শুনুন)

|

নাইটিঙ্গেল অব ইন্ডিয়া লতা মঙ্গেশকর তার দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে ভারতের ৩৬টি ভাষায় ৩০ হাজার গান গেয়েছেন। এর মধ্যে রয়েছে বেশ কিছু জনপ্রিয় বাংলা গানও। কিন্তু ঢাকাই সিনেমায় তার গাওয়া গান একটিই।

১৯৭২ সালে মমতাজ আলীর মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘রক্তাক্ত বাংলা’ছবিতে ‘ও দাদাভাই মন বানাতে পারো কি?’ বলে একটি গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন সলিল চৌধুরী, গানটিতে সুরও দিয়েছিলেন তিনি। ছবিতে গানের দৃশ্যে অভিনয় করেছিলেন, সুলতানা ও বিশ্বজিৎ। গানটির কথা শুরু হয়েছে :

ও দাদা ভাই; দাদা ভাই মূর্তি বানাও/ নাক মুখ চোখ সবই বানাও/ হাতও বানাও,পাও বানাও/ বুদ্ধ যিশু সবই বানাও, মন বানাতে পারো কি?/ একটা ছোট বোন বানাতে পারো কি?

১৯৪৩ সালে ‘গজাবাউ’ নামে একটি মারাঠি ছবিতে প্রথম গান গেয়েছিলেন লতা। এটাই চলচ্চিত্রে তার প্রথম গান। এই গানের মাধ্যমেই মূলত প্লেব্যাক গানের জগতে আসেন লতা।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্য ভারতের শহর ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। আর আজ মুম্বাইতে মারা গেলেন কিংবদন্তী এই সঙ্গীতশিল্পী।

গানটি শুনুন এখানে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply