নেশন্স কাপের ফাইনালে সালাহর মিশরের মুখোমুখি মানের সেনেগাল

|

ছবি: সংগৃহীত

আফ্রিকান নেশন্স কাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে সাদিও মানের সেনেগাল। ক্যামেরুনের ইয়োন্দে স্টেডিয়ামে ৭ ফেব্রুয়ারি রাত ১টায় শুরু হবে ম্যাচ।

টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে দু’দলই। প্রথমবারের মতো এই আসরের শিরোপা ঘরের তোলার মিশনের সামনে এখন সেনেগাল। এর আগে ২০০২ ও ২০১৯ সালে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি দলটির। সেনেগালের বড় ভরসা দলটির লিভারপুল তারকা সাদিও মানে। জাতীয় দলের হয়ে প্রথম শিরোপা জিততে মুখিয়ে তিনি।

তবে মানের প্রধান লড়াইটা হবে তার লিভারপুল সতীর্থ মোহামেদ সালাহর বিপক্ষে। মিশরের অষ্টম আর জাতীয় দলের হয়ে নিজের প্রথম শিরোপা জিততে চান সালাহ। সবশেষ ২০১১ সালে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছিল মিশর।

আরও পড়ুন: মিউনিখ ট্র্যাজেডি: আজ ‘বাসবি বেবস’দের স্মরণের দিন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply