সুখ-দুঃখের সঙ্গী হয়ে থেকে যায় শিল্পীর কাজ, লতা মঙ্গেশকর প্রসঙ্গে অনুপম (ভিডিও)

|

শিল্পীর কাজ সুখ-দুঃখের সঙ্গী হয়ে থেকে যায় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ও পরিচালক অনুপম রায়।

রোববার (৬ ফেব্রুয়ারি) কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক জানাতে গিয়ে যমুনা টেলিভিশনকে একথা বলেন তিনি।

লতা মঙ্গেশরকে নিয়ে অনুপম রায় বলেন, তার কাজ বহু দশক ধরে শ্রোতারা শুনেছেন, আনন্দ পেয়েছেন, কখনও হেসেছেন, কখনও কেঁদেছেন। তিনি কালজয়ী শিল্পী। বহু বছর ধরে মানুষের মনে ছিলেন লতা মঙ্গেশকর। উনি চলে গেলেন বটে, তার কাজ সারাজীবন থেকে যাবে। প্রজন্মের পর প্রজন্ম মানুষ শুনবে লতা মঙ্গেশকরের তার গান। তার আইকনিক কণ্ঠ মানুষের মনে গেঁথে থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply