লতা মঙ্গেশকরকে গানের জগতের ম্যাজিশিয়ান বললেন দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক শেখ সাদি খান।
রোববার (৬ ফেব্রুয়ারি) লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে যমুনা টেলিভিশনকে তিনি একথা বলেন।
শেখ সাদি খান আরও বলেন, ‘৪২ সাল থেকে গান শুরু করা সুরের এই সম্রাজ্ঞীর জীবনাবসান ঘটল। উনারা ছিলেন তিন বোন, এক ভাই। আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল ছিলেন না তারা। জীবনের প্রথম দিকে বড়বোন হিসেবে লতা মঙ্গেশকর একটি টকিজে অভিনয়শিল্পী হিসেবে কাজ করে ভাইবোনদের সাহায্য করতেন। উনি একদিনে বিখ্যাত হননি, সাধনার মাধ্যমেই বিখ্যাত হয়েছেন তিনি। লতা মঙ্গেকশকর একটি প্রতিষ্ঠান। তার গান শুনে অনেকে গানকে পেশা হিসেবে বেছে নিতে অনুপ্রাণিত হয়েছেন। তার গান শুনে মানুষ মন্ত্রমুগ্ধ হয়েছেন। সঙ্গীতের মানুষরা উনার কাছে কৃতজ্ঞ থাকবেন।
Leave a reply