রাখাইনে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনায় ৭ সেনা সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক আদালত। মঙ্গলবার সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জন কর্মকর্তা ও ৩ জন সৈনিক রয়েছেন। গেলো বছরের সেপ্টেম্বরে রাখাইনের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলো বলে জানিয়েছে সেনাবাহিনী। রোহিঙ্গা নিধন ইস্যুতে বৈশ্বিক সমালোচনার মুখে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কমিটির তদন্তে দোষী সাব্যস্ত হন ঐ ৭ সেনা। দণ্ডভোগের পাশাপাশি তাদের সেনাবাহিনী থেকে স্থায়ীভাবে বহিষ্কারও করা হয়েছে। গেলো বছরের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন পীড়ন শুরু করে সেনাবাহিনী; নিহত হয় প্রায় ১০ হাজার রোহিঙ্গা। প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় অন্তত ৭ লাখ মানুষ।
Leave a reply