ঝিনাইদহে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের ৬ উপজেলার মধ্যে শৈলকুপা পেঁয়াজ উৎপাদনের জন্য দেশব্যাপী প্রসিদ্ধ। এ উপজেলার উৎপাদিত পেঁয়াজ জেলার চাহিদা মিটিয়ে ছড়িয়ে পড়ে দেশব্যাপী। তবে মাত্র দুই দিনের বৃষ্টিতে উপজেলার পাইকারী পেঁয়াজ বাজার অশান্ত হয়ে উঠেছে।

সরেজমিনে শৈলকুপার গাড়াগঞ্জ, শেখপাড়া ও ভাটই বাজার ঘুরে দেখা যায়- টানা দুইদিনের বৃষ্টিতে দেশীয় মুড়িকাঠি পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি। পেঁয়াজের দাম গত সপ্তাহে ছিল ৭০০ থেকে ৭৫০ টাকা মণ। এই সপ্তাহে পেঁয়াজের মূল্য ৮৫০ থেকে ৯০০ টাকা মণ। গত সপ্তাহে ২৫ টাকা কেজিতে বিক্রি করলেও এই সপ্তাহে ৩০ টাকা বিক্রি করেছে খুচরা বিক্রেতারা।

উপজেলার পেঁয়াজ চাষী রতন কুমার জানান, বৃহস্পতি ও শুক্রবার টানা বৃষ্টির কারণে পেঁয়াজের খুচরা ও পাইকারী দুই বাজারেই দর বেড়েছে। এই সপ্তাহে মণ প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি দিয়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

শেখপাড়া বাজারের খুচরা বিক্রেতা জীবন বলেন, এই সপ্তাহে আগের তুলনায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। সামনের দিনে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশেরে বাইরের পেঁয়াজ আমদানি না করা হলে পেঁয়াজের দাম কেজিতে আরও পাঁচ থেকে দশ টাকা বাড়তে পারে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত আরও এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply