আফগান সীমান্তে চরমপন্থীদের সাথে সংঘাতে প্রাণ হারালেন ৫ পাকিস্তানি সেনা সদস্য। খবর আলজাজিরার।
রোববার (৬ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র নিশ্চিত করে এ তথ্য।
দেশটির সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, আফগান ভূখণ্ড থেকে ছোঁড়া হচ্ছিল গুলি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় হয় হামলাটি। প্রতিরোধ এবং পাল্টা জবাব দিতে গুলি ছোঁড়ে সেনারাও। চরমপন্থিদের ক্ষয়ক্ষতির তথ্য এখনও নিশ্চিত করা যায়নি।
তবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান-পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহারের মাধ্যমে হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। ভবিষ্যতে দেশটির অর্ন্তবর্তী সরকার এমন হামলা ঠেকাবে, এমনটাই প্রত্যাশা ইমরান খান প্রশাসনের।
এসজেড/
Leave a reply