Site icon Jamuna Television

অস্বচ্ছলতার ভার কাঁধে জন্মান্ধ বাঁশিওয়ালার সুরে মাতাচ্ছে রুপগঞ্জ (ভিডিও)

জন্মের পর থেকে পৃথিবীর আলো দেখেননি রুপগঞ্জের হাওলীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মতিন। এরপরও নিমিষেই বাঁশিতে তুলতে পারেন যেকোনো গানের সুর। বাংলা চলচিত্রের নানা গানের সুর শুনিয়ে সংসার চলে এই বাঁশিওয়ালার। কিন্তু দিনদিন শারীরিক অসুস্থতায় এখন আয় প্রায় বন্ধের পথে।

জন্মান্ধ আব্দুল মতিন অল্প বয়সেই হারিয়েছেন বাবা-মাকে। এরপর থেকেই শুরু জীবনযুদ্ধ। হাতে তুলে নেন বাঁশি। মাতাচ্ছেন চারপাশের মানুষকে। ৩৫ বছর বয়সী মতিনের স্ত্রীও শারীরিক প্রতিবন্ধী। কষ্টে ভরা দু’জনের জীবন। ভাতার সামান্য টাকায় চলে না সংসার।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মতিনে শরীরের বাসা বেঁধেছে নানা ব্যাধি। আগের মতো বাঁশি বাজাতে পারেন না। তাই বিত্তবানদের তার পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের।

এসজেড/

Exit mobile version