সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে এর সাথে সহমত জ্ঞাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান। তিনি বলেছেন, সময়ের সাথে সাথে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করা উঠিত। এজন্য দ্রুত সময়োপযোগী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. আখতারুজ্জামান এসব কথা বলেন। জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শিক্ষার্থীদের পাশে আছে। শিক্ষার্থীরা যথার্থই বলেছে, কোটা সংস্কার করা জরুরি। তারা কোটা বাতিল করতে বলেনি। উপাচার্য বলেন, এক সময়ের নীতিমালা আরেক সময়ে এসে পরিবর্তন করা যেতেই পারে। সেটা বিবেচনা করা দরকার।
শিক্ষার্থীদের সাথে উস্কানিমূলক আচরণ না করতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছেন জানিয়ে উপাচার্য বলেন, পুলিশ যেন শিক্ষার্থীদের মর্যাদা ভূলুণ্ঠিত না করে। তাদের সুরক্ষা দেয়াই পুলিশের কাজ।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply