Site icon Jamuna Television

লতা মঙ্গেশকরের শেষকৃত্যে সুরা পড়ে বিদ্রুপের শিকার শাহরুখ

লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খান ও তার ম্যানেজার পূজা দাদলানি। ছবি: সংগৃহীত।

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পি লতা মঙ্গেশকরের শেষকৃত্যে সূরা ফাতিহা পড়ে ট্রল বা বিদ্রুপের শিকার হয়েছেন সুপারস্টার শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বলিউড তারকার মোনাজাত এবং মাস্ক খুলে ফু দেয়ার দৃশ্য। এ নিয়ে চটেছেন কট্টর হিন্দুত্ববাদীরা।

কট্টরপন্থিদের অভিযোগ, শাহরুখ প্রার্থনার অজুহাতে থুথু ছড়িয়ে দিয়েছেন বাতাসে। যা করোনাকালে রীতিমতো অপরাধ। সনাতন ধর্মাবলম্বীর শেষকৃত্যে মুসলিম তারকার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন নিন্দুকরা।

অবশ্য ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের প্রকৃত রূপ প্রকাশ পেয়েছে শাহরুখের মোনাজাতে, এমন প্রশংসাও ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ, সুরা পড়াশেষে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা নিবেদনে ছিলো না এই তারকার বিন্দুমাত্র ত্রুটি। এসময় শাহরুখের সাথে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি।

এসজেড/

Exit mobile version