চিড়িয়াখানায় প্রাণীর অপ্রত্যাশিত মৃত্যু; চোখে পড়েছে অব্যবস্থাপনা: প্রাণিসম্পদ মন্ত্রী

|

চিড়িয়াখানায় অনিয়ম-দুর্নীতি বা সংশ্লিষ্টদের অবহেলা আছে কিনা, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। চিড়িয়াখানার কিছু জায়গায় অব্যবস্থাপনা চোখে পড়েছে বলেও জানান তিনি।

সোববার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, কয়েকটি জায়গায় প্রাণীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সম্প্রতি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুসহ দেশের বিভিন্ন চিড়িয়াখানায় অপ্রত্যাশিতভাবে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী মারা যাচ্ছে। সে বিষয়টি খতিয়ে দেখতে এবং চিড়িয়াখানার পরিবেশ পর্যবেক্ষণ করতে মন্ত্রীর এই পরিদর্শন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply