বেইজিংয়ে ইমরান-শি জিনপিংয়ের বৈঠক

|

ছবি: সংগৃহীত।

আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করবে বেইজিং-ইসলামাবাদ। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠকের পর এমন প্রত্যয় জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শিন জিনপিং।

বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে রোববার (৬ জানুয়ারি) বৈঠক সারেন দুই নেতা। বৈঠকে চীনের প্রেসিডেন্ট জানান, বেইজিং ঘোষিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে বড় অংশিদার পাকিস্তান। দেশটির কৃষি, অবকাঠামো এবং প্রযুক্তিখাতে সহায়তা অব্যাহত রাখার ঘোষণাও দেন শি জিনপিং।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক সফল হয়েছে। দুই দেশ কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে সম্মত হয়েছে৷ এর পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা এবং আফগানিস্তানের উন্নয়নকে তরান্বিত করতে দুই দেশ এক সাথে কাজ করবে৷

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply