‘শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক’

|

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক। এমনটাই মন্তব্য করেছেন বরেণ্য শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল। সংস্কার নিয়ে নানা পক্ষের বক্তব্যে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আস্থা ফেরাতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হস্তক্ষেপ ও অসহিষ্ণু আচরণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করার জন্য আমি মনে করি এই সংখ্যাটা এমন একটি জায়গায় নিয়ে আসা উচিত, যাতে কখনই যেনো আর কেউ মনে করতে না পারে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য আমি আমার চাকরিটা পাচ্ছি না। জাফর ইকবাল বলেন, আন্দোলনের দাবি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয় হয় তাহলে পুলিশ বাহিনীর সাথে ছাত্রলীগ মাঠে নেমে যায়, এটা একেবারে ঠিক নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply