আফগানিস্তানে হিমবাহ ধস, নিহত ১৯

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কুনার প্রদেশের একটি প্রত্যন্ত পাহাড়ি গিরিপথে হিমবাহ ধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) এক তালেবান কর্মকর্তা হিমবাহ ধসে প্রাণহানির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশের প্রধান তথ্য কর্মকর্তা নাজিবুল্লাহ হাসান আব্দাল বলেন, উদ্ধারকারী কর্মীরা হিমবাহ ধসের স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এ পর্যন্ত সেখান থেকে ১৯ টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। শত শত আফগান নাগরিক প্রায় প্রতিদিনই কাজের সন্ধানে অথবা ব্যবসায়িক প্রয়োজনে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যান বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের মধ্য আগস্টে মার্কিন বাহিনীর বিদায় এবং তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর পাকিস্তান-আফগান সীমান্তে অবৈধ চলাচল  বেড়েছে। তালেবান ক্ষমতায় আসার পর মারাত্মক সংকটের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। দেশটির হাজার হাজার মানুষ বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তারা প্রায়ই বিভিন্নভাবে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করেন।

এছাড়াও, ব্যবসায়ী এবং চোরাকারবারিরা কর এড়াতে প্রত্যন্ত এসব পার্বত্য গিরিপথ ব্যবহার করে আসছেন শতকের পর শতক ধরে। গিরিপথগুলোতে প্রায়ই হিমবাহ ধসের ঘটনা ঘটে। ২০১৫ সালে কয়েকবার হিমবাহ ধসে দেশটির বিভিন্ন প্রান্তে আড়াইশ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply