রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস লুক্সেমবার্গের

|

বাংলাদেশ-লুক্সেমবার্গ এর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এবং সর্বত্র বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বজায় রাখার জন্য দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটে সহায়তা এবং ভ্যাকসিন দানের মাধ্যমে মহামারির প্রভাব কমাতে বাংলাদেশকে সহায়তা করার জন্য ‘টিম ইউরোপ’কে ধন্যবাদ জানান। অন্যদিকে, রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল।

সোমবার (৭ ফেব্রুয়ারি) এই দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়। সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

এই দুই নেতা তাদের প্রায় ৩০ মিনিটের কথোপকথনে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও বিস্তৃত ও গভীর করতে নতুন সুযোগ অন্বেষণে সম্মত হন। শেখ হাসিনা বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রযাত্রায় লুক্সেমবার্গকে অবিচল সমর্থক ও বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন। এছাড়া রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (আরআইবিএ) সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত লুক্সেমবার্গের সাহায্য পাওয়া ‘ফ্রেন্ডশিপ হাসপাতাল’ ভবনটিকে ২০২১ সালের জন্য পুরস্কৃত করায় জেভিয়ার বেটেল সন্তুষ্টি প্রকাশ করেন।

তারা উভয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে তাদের সদিচ্ছা প্রকাশ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply