ভারতের রাজধানী দিল্লিতে খুলে দেয়া হলো স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ডিসেম্বরে দিল্লিতে বন্ধ করে দেয়া হয়েছিল সমস্ত স্কুল-কলেজ। খবর এনডিটিভির।
সোমবার (৭ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দিল্লি, উত্তরপ্রদেশ, কেরালা, ওড়িশা ও বিহারে স্বাস্থ্যবিধি মেনে সব স্কুল-কলেজ খুলে দেয়া হয়েছে। এসব রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করছেন। জানানো হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দিল্লির স্কুলগুলোতে সশরীরে শুরু হবে নার্সারি থেকে অষ্টম শ্রেণির ক্লাস। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাস চলবে।
এর আগে, ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, যেসব জেলায় শনাক্তের হার ৫ শতাংশের কম, সেসব জেলায় স্কুল খোলা যাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারগুলোই নেবে বলেও জানিয়েছিল কেন্দ্র।
উল্লেখ্য, রোববার (৬ ফেব্রুয়ারি) দিল্লিতে নতুন করে ১৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসময় শনাক্তের হার ছিল ২.৪ শতাংশ।
/এসএইচ
Leave a reply